Saturday, 12 January 2013

মৃত্যুর অভিরূপ

শেষ পর্যন্ত ঈশ্বরের নির্দেশে মৃত্যু হল আমার ,
মৃত্যু হল আমার জীবনের
আমার যৌবনের
আমার প্রবল আকাঙ্খার ।

আমার মস্তিষ্কের থেমে যাওয়া রক্ত ক্ষরণে
আমার নিষ্পাপ আগমন ,
মায়ের জঠরের ধিকিধিকি আগুন
আর পিতার সাফল্য ।

থেমে যাওয়া কন্ঠের নির্বাক ধ্বনিতে ভীড় করে আসে আমার
গোল্লা ছুটের কৌশোর,উদ্গ্রিবতায় বয়ঃসন্ধি ।
ধেয়ে আসে কৌশোরের শেষ পর্বের প্রেম
শীতলতায় অবশ আমার হাত
আমার পা ,
শুষ্ক বরফের ন্যায় ।

এগোচ্ছে ইতিহাস আমার অবয়বে ,
নিষিদ্ধতার হাতছানিতে আমার যৌবন ,
উন্মুক্ত নাভী তে ওষ্ঠের উষ্ণ চুম্বন ,
আর ,
এক বৃষ্টি সন্ধ্যায় আমার আত্মসমর্পণ ।

উল্টানো দুই চোখের মণি তে ফিরে আসে
রৌদ্রের সতেজতা আর দীপের প্রজ্বলিত আগুন ,
নিথর দেহে পরিশ্রান্ত
আমার কামনা বাসনা ।

থেমে যাওয়া হৃৎপিন্ডের
অলিন্দ নিলয় ধমনী শিরায়
থেকে গেলো আমার জীবনের উৎকৃষ্টতম ভালোবাসা
আর এক সন্ধ্যার আঁধারে অসমাপ্ত কিছু আদর ।

এভাবেই চিতার প্রজ্বলিত আগুনে
পুড়ে ছাই হওয়া
আমার অবয়বের উদ্গিরিত ধোঁয়ায় উর্ধ্বমুখী
আমার জন্মের অধিবাস
আর থমকে থাকা আমার দীর্ঘ নাভিশ্বাস ।।

2 comments:

  1. চমৎকার অনন্যা। খুব ভাল লাগল পড়ে।

    ReplyDelete
    Replies
    1. অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

      Delete