খুব ইচ্ছা করে
আর ও একবার নীল শাড়ীতে নিজেকে সাজিয়ে নিয়ে হাজির হই তোমার সামনে -
ট্র্যাফিক জ্যাম আর নাগরিক ভিড়ে তোমায় খুঁজে নিয়ে
ভাসিয়ে দেই তোমায় আমার ঐ রঙিন বিকেলে -
তার পরে হঠাৎ -ই ঝুপ করে নেমে আসা ব্যাস্ত সন্ধ্যায়
তোমার হাতখানি ছুঁয়ে -
পরিযায়ী পাখির তীব্র আবেদনে হারিয়ে ফেলি !
হ্যাঁ নিজেকেই হারিয়ে ফেলি আবার |
আর ও একবার নীল শাড়ীতে নিজেকে সাজিয়ে নিয়ে হাজির হই তোমার সামনে -
ট্র্যাফিক জ্যাম আর নাগরিক ভিড়ে তোমায় খুঁজে নিয়ে
ভাসিয়ে দেই তোমায় আমার ঐ রঙিন বিকেলে -
তার পরে হঠাৎ -ই ঝুপ করে নেমে আসা ব্যাস্ত সন্ধ্যায়
তোমার হাতখানি ছুঁয়ে -
পরিযায়ী পাখির তীব্র আবেদনে হারিয়ে ফেলি !
হ্যাঁ নিজেকেই হারিয়ে ফেলি আবার |
No comments:
Post a Comment