Saturday, 30 March 2013

MY FEELINGS



হঠাৎ ভীষণ ভালো লাগছে ,
why I don't know ..

খুব ঈচ্ছা করছে খোলা গলায় গাই " তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে "
আবার ঈচ্ছা করছে কবিতা কে আঁকড়ে ধরে থাকি ,
শব্দের আঙুল গুলো নিয়ে খেলতে থাকি অবিরাম
আর কবিতা খিলখিলিয়ে হেসে উঠুক আমার প্রাঙ্গনে |

আচ্ছা এতো গুলো ইচ্ছা কি একসাথে হ ওয়া উচিৎ ?

বাইরে টিপটিপ বৃষ্টি পরছে ,
মেঘগুলো তাদের ঠান্ডা বার্তা পৌঁছে দিচ্ছে আমার ব্যালকনিতে ,
মন বলছে আজ নীল খামে মোড়া বার্তা আসবে
চৈতালী পরশে !!

ভালোলাগা , ভালোবাসা
এই শব্দগুলো সত্যি ই অদ্ভুত ,
কখন কিভাবে যে এক নিমেষে আনন্দধারা বইয়ে দেয়
হৃদয়ের অভ্যন্তরে ,
ফল্গুধারার হৃদয়াবেগ কখন যে একান্ত আদরে বাঁধ ভেঙ্গে
প্লাবিত করবে জীবন
বোঝা যায় না --
সুখ!! সুখ অসীম সুখ দেয় ভালোবাসা -
বিরহের মধ্যেও যেন লুকিয়ে থাকে চিরন্তন সুখ !
পাখি হয়ে উন্মুক্ত নীল আকাশে
ডানা মেলে উড়ে যাবার চিরন্তন সুখ !
নিজেকে নতুন করে চেনার এক চিরন্তন সুখ !
নিজেকে ভালোবাসার অনিন্দ্য সুখ !!

তোমায় ভালোবাসতে চাই প্রতি মুহূর্তে
চির জীবন চাই এভাবেই তোমায় আঁকড়ে থাকতে ,
তোমার জীবনে ভালোবাসার শঙ্খচিল হয়ে
তোমার মধ্যেই বেঁচে থাকতে ||

No comments:

Post a Comment